ঢাকা (দুপুর ২:০৬) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ইয়াবাসহ জকিগঞ্জে যুবক গ্রেফতার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার সন্ধ্যা ০৬:৫৯, ২০ জুলাই, ২০২০


মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার রাত ১টা ২০ মিনিটের সময় জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জনকে আটক করেছে পুলিশ। আটক আলম আহমদ উরফে ছালম (৩৫), জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি গ্রামের মৃত আব্দুর রকিব। জানা যায়,জকিগঞ্জ থানার একদল পুলিশ আটক আলম আহমদ উরফে ছালমের বসত বাড়ির সামনের উঠান থেকে তাকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচা হতে ১টি নীল রংয়ের পলিথিনের ভিতর ৩০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারা অনুযায়ী জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩১, তাং-২০-০৭-২০২০। বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, জকিগঞ্জ থেকে মাদকের বিস্তার রোধে আমাদের তৎপরতা অব‍্যাহত থাকবে। আমরা মাদকমুক্ত জকিগঞ্জ গড়তে চাই।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT