ঢাকা (বিকাল ৫:৫৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইবিতে “আবৃত্তি আবৃত্তি”র কমিটির ঘোষণাঃনেতৃত্বে মেহেদী-হায়াৎ

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock বৃহস্পতিবার রাত ১১:৫২, ৪ নভেম্বর, ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ মেহেদীকে সভাপতি এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যয়ন বিভাগের হায়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষের নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি নাইমা পারভিন নীলা (বাংলা), সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীরা (বাংলা), অর্থ সম্পাদক জান্নাতুল  ফারজানা (ফলিত খাদ্য ও পুষ্টি প্রযুক্তি), দপ্তর সম্পাদক গোলাম রব্বানী (ব্যবস্থাপনা বিভাগ), সাহিত্য সম্পাদক মাসুম আলভী (আরবী ভাষা ও সাহিত্য), অনুষ্ঠান সম্পাদক জামিউল ইকবাল (আরবী ভাষা ও সাহিত্য), প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিক সাইমুম (আরবী ভাষা ও সাহিত্য), প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুকাইয়া জান্নাতি (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন স্মৃতি পাল, দিপেন রায়, গোলাম আজম শোভন, আবু রায়হান, মারিয়া জামান এশা।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলন থেকে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের আঞ্চলিক প্রধান খান মাজহারুল হক লিপু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তি’র সাবেক সভাপতি আইনুন নাহার, সদ্য বিদায়ী সভাপতি আলমগীর অভ্র কানন, সাবেক সহ-সভাপতি ওয়ারেসুন্নেছা মেমিসহ আরও অনেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT