ঢাকা (ভোর ৫:২২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আলীকদমে শীততাপ নিয়ন্ত্রিত হেয়ার ড্রেসার সেলুন এন্ড জেনস পার্লার উদ্বোধন

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম(বান্দরবান) সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম(বান্দরবান) Clock বুধবার সন্ধ্যা ০৬:৫৭, ৮ ডিসেম্বর, ২০২১

বান্দরবানের আলীকদম বাজার নিউ মার্কেটে নতুন আঙ্গিকে আধুনিক সেবার মান নিয়ে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভাবে লাকী হেয়ার ড্রেসার সেলুন এন্ড জেনস পার্লার এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২ সময় লাকী হেয়ার ড্রেসার সেলুন এন্ড জেন্ডস পার্লার প্রোপাইটর লিটন শীল (লিটন শীল মাস্টার) এর মাতা ফিটা কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন।

হেয়ার ড্রেসার সেলুন এন্ড জেনস পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটন শীল, বিশিষ্ট ঠিকাদার ও দ্যা দামতুয়ার কর্ণধার অংশে থোয়াই মার্মা, ৩নং নয়াপাড়া ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান কফিল উদ্দীন। এছাড়া উপজেলার বিশিষ্টজনেরা উক্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সু-দক্ষ কারিগর ধারা লাকী হেয়ার ড্রেসার সেলুন এন্ড জেনস পার্লার এর সেবা সমূহ-ব্র্যান্ডেড হেয়ার কালার, পপডিকিটর,মেনকিউর, বর সাজ, হেয়ার রবিন্ডিং এবং স্ট্রেইট, বডি ম্যাসেজ, সব ধরনের পার্টি ফেসিয়াল,যে কোন ধরনের হেয়ার ট্রিটমেন্ট, ফুট ম্যাসেজ এর কাজ করা হবে। এছাড়াও তারা সব সময় গ্রাহকদের কাংক্ষিত সেবা দিতে প্রস্তুুত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT