ঢাকা (রাত ১২:২৫) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News দুই ধাপে বিশ্ব ইজতেমা, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা Meghna News ভোলায় গাছের নিচে চাপা পরে যুবকের মৃত্যু Meghna News চাঁপাইনবাবগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়নসহ সাত পুলিশ সদস্য ক্লোজড Meghna News চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের ককটেল বিষ্ফোরণ, আহত ২ Meghna News চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগের দুই নেতা কারাগারে Meghna News সোনামসজিদ স্থলবন্দরে কোন চাঁদাবাজি থাকবে না Meghna News সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্য !! ক্ষোভ সিলেটবাসীর Meghna News দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্মৃতি হত্যার বিচারের দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ Meghna News উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া Meghna News ইসরায়েলের বিমান হামলায় লেবাননে বাংলাদেশি নিহত

আলীকদমে দোকান ভাঙ্গচুর মালামাল লুটপাট ও চাঁদা দাবি

সুশান্ত,আলীকদম সুশান্ত,আলীকদম Clock বুধবার রাত ১০:৪৪, ১৬ সেপ্টেম্বর, ২০২০

বান্দরবানের  আলীকদম উপজেলার নং চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক রাস্তার মাথায় চায়ের দোকান ভাঙ্গচুর লুটপাটের ঘটনায় আলীকদম থানায় অভিযোগ দায়ের করা হয়।এদিকে প্রাণনাশের আশঙ্কায় বাদী মোঃ ইয়াছিন হোসেন সিরাজী(৩২) জানান, দীর্ঘ দিন ধরে এলাকার হুমকি দিয়ে আসছে। এর আগেও দোকান উঠিয়ে দেয়ার নানা ভয় ভীতি দেখিয়ে আমার কাছে চাঁদা দাবি করে আসছে।

আজ মঙ্গলবার  (১৫ সেপ্টেম্বর) দুপুরবেলা অনুমানিক ২টায় আবাসিক রাস্তার মাথায় মোঃ ইয়াছিন হোসেন সিরাজী পিতা,মোঃ ইসলাম প্রকাশ ইসমাইল ডাক্তার নিজ দোকানে এই ঘটনা ঘটে।

এদিকে,আলীকদম থানাতে গত ১৫/০৯/২০২০ইং তারিখে বাদী মোঃ ইয়াছিন হোসেন সিরাজী (৩২) কে কিলঘুষি মেরে জখম করে পরে,চায়ের দোকানে ভাঙচুর করে দোকানের ফ্রীজ,চেয়ার,টেবিল,গ্লাস, অন্যান্য জিনিস পত্রসহ কিছু অংশ লুটপাট করে নিয়ে যায় ।এক পর্যায়ে দোকানের মালিক বাঁধা দিলে দোকানের কর্মচারী মোঃ ইকবাল হোসেন(১৭) কে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।পরে এস্থানীয় ব্যাক্তিরা উদ্ধার করে তাকে চকরিয়া আল রাজি চক্ষু হাসপাতালে চিকিৎসা করা হয়।

এসময় দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার টাকা মোবাইল ফোন অনান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে সটকে পড়ে মাদকাসক্ত বখাটে বিবাদী মোঃ আরফাত(২৬)।পরে বিবাদী মোঃ আরফাত মোবাইল করলে কথা না বলে কলটি কেটে দেয়।

অভিযোগ সূত্রে জানা যায় ঘটনায় বাদী হয়ে প্রথমে অভিযোগ পত্র দায়ের করলে পরবর্তীতে মামলা নেয়নি পুলিশ পরে ৯৯৯ কল দিয়ে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। তবে রহস্যজনক হলো তারা একই পিতার সন্তান এই ঘটনায় বাদী মোঃআরফাত (২৬)মোঃ আরমান(২৪) উভয়সাং পিতাঃ,মোঃ ইসলাম প্রকাশ ইসমাইল ডাক্তার একদিন পর থেকেই এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বখাটে আরফাত। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বিবাদী মোঃ ইয়াছিন হোসেন সিরাজীকে। এমন পরিস্থিতিতে জীবনের নিরাপত্তাহীনতায় দোকান বন্ধ রেখে আলীকদম পাট্টাখাইয়া চৈক্ষ্যং আবাসিক রাস্তার মাথা ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।

স্থানীয়রা জানান, এর আগেও আবাসিক রাস্তার মাথায় অনেক বার বাদী ইয়াছিন হোসেনকে মারধর করার হুমকি দেয় এমনকি সম্পৃক্ত ছিল মোঃ আরফাত(২৬) বিভিন্ন এলাকায় অপর্কম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সে।

এই বিষয়ে জানতে মামলার তদন্ত কারী কর্মকর্তা তুরাগ থানার এস আই আনোয়ারুল ইসলামকে মঙ্গলবার বিকেলে মুঠোফোনে অবজারভার প্রতিবেদককে জানান, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছিল। এখন সে জামিনে মুক্ত আছে। তিনি বলেন মামলার এজাহারভুক্ত আসামির হুমকি ধামকিতে মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছে কিনা জানা নাই তবে সে যদি চায় তার দোকান খুলতে পারে তার  নিরাপত্তা দেবে পুলিশ। মামলার বাদী অযথাই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তার ধারণা করা হচ্ছে।

আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রাকিব উদ্দীন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে এসআই মোহাম্মদ বাবুলকে দায়িত্ব দিয়েছি তদন্তের মাধ্যমে ঘটনা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT