ঢাকা (বিকাল ৫:২৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অবশেষে নির্ধারিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য

ক্রিকেট ২৪৯ বার পঠিত
Champions-Trophy

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৩২, ১৯ ডিসেম্বর, ২০২৪

নতুন বছরের শুরুর দিকেই যে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- এটা নিশ্চিত হয়ে গেছে আগেই। অবশেষে ঘটল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের ইতি। নির্ধারিত হয়ে গেল টুর্নামেন্টের ভাগ্যও।

বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করায় অন্যতম মেগা এই টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়েই অনিশ্চিয়তা দেখা যাচ্ছিল। শেষমেশ সেই ধোঁয়াশা কেটে গেল। জানা গেল, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা।

দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো।

তথ্যমতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ দেশে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানেই।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো কোন দেশে আয়োজিত হবে, তা প্রস্তাব করার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আইসিসি অনুমোদন দিলেই নিরপেক্ষ দেশের নাম ঘোষণা হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে ২০২৭ পর্যন্ত আইসিসি ইভেন্ট খেলতে পাকিস্তান দলও ভারতে আসবে না বলে জানিয়েছে। যার অর্থ- ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টে পাকিস্তানের ম্যাচগুলোও আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০২৫ সালে আইসিসি চ্যাম্পিন্স ট্রফির পর, একই বছরে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।

অর্থাৎ ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। পাকিস্তানও ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। আবার ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়।

হাইব্রিড মডেলে আয়োজিত হতে পারে ২০২৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। কেননা পরবর্তী চক্রের সেই টুর্নামেন্টও আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। সুতরাং ভারত সেই টুর্নামেন্ট খেলতেও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করতে পারে।

অন্যদিকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষতিপূরণ হিসেবে যদি পিসিবি নিরপেক্ষ কোনো দেশে ভারত-পাকিস্তানকে নিয়ে কোনো ত্রিদেশীয় অথবা চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করে, সেক্ষেত্রেও আইসিসির কোনো আপত্তি নেই বলে খবর।

ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজিত হলে এশিয়ার কোনো পূর্ণ সদস্য দল যোগ দিতে পারে ভারত-পাকিস্তানের সঙ্গে। চার দলীয় টুর্নামেন্ট আয়োজিত হলে ভারত-পাকিস্তান ছাড়াও এশিয়ার কোনো পূর্ণ সদস্য এবং কোনো সহযোগী দেশ অংশ নিতে পারে সেই টুর্নামেন্টে।

এখন দেখার বিষয় যে, ভারত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কোন দেশে খেলে। যদিও এই দৌড়ে সবচেয়ে এগিয়ে যংযুক্ত আরব-আমিরাত তথা শারজাহ-দুবাই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT