ঢাকা (রাত ১১:০২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অধ্যাপক মোহাম্মদ আলী’র মৃত্যুতে চেয়ারম্যান নুর হোসেনের শোক

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock শুক্রবার রাত ১০:৩৬, ১৩ নভেম্বর, ২০২০

উখিয়াটেকনাফের সাবেক সাংসদ সদস্য টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী(৭৩) ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি……..রাজিউন)

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইলস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তিনি এলাকার মরহুম হাজী আমির হোছনের পুত্র উখিয়া টেকনাফের সাবেক সাংসদ, বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতনাতিনী, আ্ত্নীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাংখী শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বাদে আছর হ্নীলা সড়ক জনপদ বিভাগের স্টক ইয়ার্ড মাঠে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে জানান মরহুমের বড় পুত্র মাহাবুব মোরশেদ মেঝ ছেলে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী৷

এই রাজনৈতিক নেতার মৃত্যুতে উখিয়াটেকনাফ তথা জেলাবাসী একজন প্রকৃত জনদরদী এবং প্রবীণ রাজনৈতিক নেতাকে হারালেন। তাঁর মৃত্যুতে পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে সারবাং  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন গভীর শোক প্রকাশ করেন, এবং তিনি মহান সৃষ্টি কর্তার কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT