ঢাকা (রাত ২:৩৪) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে গাছের ডাল মাথায় পড়ে শিশুর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি Clock শনিবার রাত ১০:১৫, ১৬ নভেম্বর, ২০১৯

সাজাদুলইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামে উলিপুরে হাতিয়া ইউনিয়নে বালাচর রাম রাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুল কাহার সিদ্দিক বাবু বিদ্যালয়ে গাছের ডাল কাটার সময় অসাবধনতার কারণে গাছের ডাল মাথায় পড়ে মাদারটারি তেলীপাড়া গ্রামের মোহাম্মদ মিন্টু মিয়ার পুত্র বাইজিদ(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার(১৫ নভেম্বর) স্কুল বন্ধ থাকায় দুপুরে অফিস সহায়ক কাহার সিদ্দিক গাছের ডাল কাটে।এসময় স্কুল মাঠে শিশুটি খেলছিল। অফিস সহায়কের অসাবধনতায় গাছের কাটা ডাল মাথায় পড়ে শিশুটির।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
রাম রাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি
জানান, আমি তিন দিনের ট্রেনিংয়ে ছিলাম। স্থানীয় লোকজনের মারফত ঘটনাটি শুনেছি।শনিবার( ১৬ নভেম্বর) ওই অফিস সহায়ক বিদ্যালয়ে আসেনি।শুক্রবার থেকে তাকে মুঠোফোনেও যোগাযোগ করে  পাওয়া যাচ্ছে না।এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে।

দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম
হোসেন জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু কোন অভিযোগ পাইনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT