ঢাকা (বিকাল ৪:৫৪) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার সকাল ১১:৫৩, ১৯ ডিসেম্বর, ২০২৪

“অঞ্চল উপযোগী সম্প্রসারণযোগ্য জাত সমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল” শীর্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উপকেন্দ্রের আয়োজনে এবং বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ হলে এই কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুল ফারুক।

 

এ সময় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ উপ কেন্দ্রের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ উপ কেন্দ্রের প্রশাসন ও সাপোর্ট সার্ভিস সেন্টারের পরিচালক মো. মঞ্জুরুল আলম মন্ডল, কৃষি প্রকৌশল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান এবং বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

 

বক্তারা বলেন, বিনা ধান-২৫ এর জন্য উঁচু জমি নির্বাচন করলে তবেই বেশি ফলনের আশা করা যায়। আর মার্চ মাসের মাঝামাঝিতে বীজতলা করে এপ্রিলের ১৫ তারিখ থেকে ১০ মের মধ্যে ধান লাগালে ফলন ১০ থেকে ২০ ভাগ বেড়ে যাবে। আর তাই মিল মালিকরা এগিয়ে এলে সঠিক দাম ও পারিশ্রমিক পেলে তবেই কৃষক লাভবান হবেন বলে প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়।

 

বক্তারা আরো বলেন, ধানের যে জাতগুলো কৃষকের আয় বৃদ্ধি করবে সে জাতের ৩৫০০ টন বীজ কৃষকের কাজ থেকে ক্রয় করে বিনা আবার তা অন্য অঞ্চলের কৃষকের কাছে বিক্রয় করবে। যাতে দেশে ধানের উৎপাদন ব্যাহত না হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তাই একজন ভালো মানের কৃষক তৈরীতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন আলোচকবৃন্দ।

 

প্রশিক্ষণ কর্মশালায় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক, জেলা কৃষি অফিসারসহ জেলার বিভিন্ন উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT