চাঁপাইনবাবগঞ্জে উপদেষ্টার বাড়ির দেয়ালে “জয় বাংলা” লিখে সুজন গ্রেফতার
এস এম সাখাওয়াত সোমবার বিকেল ০৫:৪৪, ১৬ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদের বাড়ির দেয়ালে লিখলেন “জয় বাংলা” শ্লোগাণ। তারপর এর ভিডিও ধারণ করে আপলোড করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নেট দুনিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও। শুরু হয় সমালোচনা ঝড়। বিজয় দিবসের আগের রাতে এমন কান্ড করেন চাঁপাইনবাবগঞ্জের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। পরে বিজয়ের ভোরে নিজ বাস ভবন থেকে গ্রেফতার হন সেই নেতা। আর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইস উদ্দিন।
গ্রেফতার ওই নেতা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ এলাকার মুন্সি ইব্রাহিম আলীর ছেলে মুন্সি নজরুল ইসলাম সুজন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ড পাঠান পাড়ায় অবস্থিত বিএনপি’র সাবেক এমপি হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে গভীর রাতে দুইজন ব্যক্তি কালো কালি দিয়ে জয় বাংলা শ্লোগান লিখছেন। তাদের মধ্যে একজন মুন্সি নজরুল ইসলাম সুজন হলেও অপরজনকে চেনা যায়নি, জানা যায়নি নাম।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, মুন্সি নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তাকে।
উল্লেখ্য, মুন্সি নজরুল ইসলাম সুজন গণ জাগরণ মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগঠক, ঘাতক দালাল নির্মূল কমিটির নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।