ঢাকা (বিকাল ৫:৩২) মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে সুরুজ আহত, পলাতক পরিবার

Chapai District Hospital
২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার সকাল ১১:০২, ১৪ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে হাফিজুর রহমান সুরুজ (৩৫)।

স্থানীয়রা জানান, শীতে নষ্ট হবার আশংকায় নিজ বাড়ির ছাদে কিছু ককটেল রোদে শুকাতে দেন সুরুজ আলী। পরে দুপুরে ককটেলগুলো সংরক্ষণ করার জন্য ব্যাগে ভরতে গেলে ছাদেই একটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা আরো জানান, ককটেল বিস্ফোরণের পরপরই আলামত পানি দিয়ে ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আর ককটেল বিস্ফোরণের কোন আলামতও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT