ঢাকা (রাত ১:৩৫) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরের যুবক আসিফের গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৫৯, ৯ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : গাজীপুর শ্রীপুরে  পৌরসভার বাহেরের চালা গ্রামে গত শুক্রবার(৮ নভেম্বর) একটি কলাবাগান থেকে গার্মেন্টস শ্রমিক  আরিফুল ইসলাম আসিফ (১৮) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত আরিফুল কুড়িগ্রামে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের  সরদারপাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র। দুই ভাইয়ের মধ্যে আরিফুল ছোট। সে গত দুই মাস থেকে শ্রীপুরের বহেরার চালা এলাকার মিতালী গ্রুপের কে এস এস (নীট কম্পোজিট)গার্মেন্টস এ নীটিং হেলপার পদে কর্মরত ছিল। তাকে হত্যার খবরে বাড়ীতে চলছে শোকের মাতম। ছেলে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন নিহতের পরিবার।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন জানান,শ্রীপুর পৌরসভার  ৯নং ওয়ার্ডের আলাল উদ্দিন ভূইয়ার কলা বাগানে একটি গর্তে যুবকের গলা কাটা লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী।এলাকাবাসীর খবর পেয়ে থানার এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কলাবাগানের ভিতরে একটি স্যালো মেশিনের পুরনো গর্ত থেকে হাত,পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো কাটিং এর নাইফ ও এক জোড়া জুতা উদ্ধার করে পুলিশ। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আরও  জানান,লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT