ঢাকা (রাত ১০:৪৪) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় হারুনসহ ১১ আসামি কারাগারে

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার রাত ০৯:৫৫, ৫ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিষ্ফোরক একটি মামলায় সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদকে কারাগারে প্রেরণ করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। সাথে আরো ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে ১১ জন স্বশরীরে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চলতি মাসের ১ নভেম্বর শুক্রবার মো. ইউসুফ আলী নামে বারোঘরিয়ার এক ব্যক্তি এই মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় করা ওই মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ সদও আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জনের নাম রয়েছে। মামলায় শিক্ষার্থীদের আন্দোলনে যোগদানের পথে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়।

 

মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ৪ আগস্ট রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে সরকার পতনের আন্দোলন চলছিল। আন্দোলনে যোগ দিতে ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে শান্তিমোড়ের দিকে আসছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া থেকে ইউসুফ আলী, সাগর, সাকিব, রিফাত, নাফিস, বাবুসহ আরও অনেকে অটোরিকশায় শান্তিমোড়ের দিকে যাওয়ার সময় এজাহারে উল্লেখিত আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ককটেলের বিষ্ফোরণ ঘটানো হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিষ্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন ইউপি চেয়ারম্যানসহ ১১ জন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া একই সময় আদালতে উপস্থিত হয়ে জামিনে আপত্তি নাই এমন আবেদন করায় মামলার বাদী ইউসুফ আলীকেও আটক রাখার নির্দেশ দেন বিচারক।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT