ঢাকা (সকাল ১০:১২) শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভালোবাসা দিবসে আসছে রাসেল মাহমুদ ও হিয়া’র “শিহরণ”

বিনোদন ২১১০২ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ১১:৪৭, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আসছে আতিক আহমেদ-এর কথায় বর্তমান প্রজন্মের তরুন কন্ঠশিল্পী রাসেল মাহমুদ ও হিয়া’র কন্ঠে “শিহরণ”।

 

গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন রাসেল মাহমুদ নিজেই।

মুটোফোনে মেঘনা নিউজকে তিনি বলেন, গানটির কথা চমৎকার, যেহেতু ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটা লেখা সেজন্য চেষ্টা করেছি ভালো কিছু করার।

 

গানটির প্রসঙ্গে “হিয়া “বলেন গানটির কথা ও সুর অসম্ভব সুন্দর, রাসেল ভাই এর সাথে এটি আমার প্রথম কাজ। খুব ভালো লেগেছে কাজটি করতে। ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।

 

গানটির চিত্রধারন ও রংবিন্যাস করেছেন শেখ শান্ত, তিনি বলেন বরাবরের মত রাসেল মাহমুদ ভাইয়ের গান আমার কাছে খুব ভালো লাগে, তাই যত্ন সহকারে আমি এই কাজটি করেছি ।

আতিক আহমেদ বলেন- রোমান্টিক গান লিখতে সবসময়ই ভালো লাগে, এবারেও তার ব্যাতিক্রম নয়। ভালোবাসা দিবসকে সামনে রেখে কিছু মিষ্টি কথা দিয়ে গানটা সাজিয়েছি। যা রাসেল মাহমুদ ভাইয়ের সুর সংগীত ও দুজনের গায়কীতে শ্রুতিমধুর হয়ে উঠেছে।

উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সন্ধ্যে ০৭ টায় রাসেল মাহমুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বলেও মেঘনা নিউজকে জানিয়েছেন রাসেল মাহমুদ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT