ঢাকা (সকাল ৮:৫৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৌরীপুরে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার সকাল ১১:১০, ১০ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে জাহিদ হাসান ওরফে রাসেল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার পশ্চিম কোনাপাড়া গ্রামের নিজবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে পশ্চিম কোনাপাড়া গ্রামের মারফত আলীর পুত্র।
জানা গেছে, শনিবার রাতে নিজ ঘরের আড়ার সাথে রশিতে রাসেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে গৌরীপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। রাসেল মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
নিহত রাসেল মিয়ার মা লিলি বেগম জানান, তাঁর ছেলে বছর খানেক ধরে মানসিক ভারসাম্যহীন ছিল এবং চিকিৎসা চলছিল। তিনি ছেলেকে সবসময় চোখে চোখে রাখতেন। কিন্তু আজকে সন্ধ্যার দিক থেকে খেয়াল রাখতে পারিনি। এরমধ্যেই সে ফাঁস নিছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, রাসেল মানসিক ভারসাম্যহীন ছিল। অভিযোগ না থাকায় পরিবারের আবদেনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT