ঢাকা (সকাল ৮:২২) বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খানের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খানের দাফন সম্পন্ন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock শনিবার সকাল ১১:৫৭, ৬ মে, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুর ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খানকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার বেলা ২ টা ৩০ মিনিটে নিজ গ্রামে সদ্যপ্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বীরমুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ভাংনামারী ইউপি চেয়ারম্যান নেজামুল হক সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধারা।

বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT