ঢাকা (সকাল ৮:০৮) বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় সহকারী হাই কমিশনার করলেন চাঁপাইনবাবগঞ্জে পূজা মন্ডপ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার ১২:৪৬, ৫ অক্টোবর, ২০১৯

আল আমিন, শিবগঞ্জ প্রতিনিধিঃ আজ ৪ অক্টোবর (শুক্রবার) চাপাইনবাবগঞ্জ জেলায় এবছর ১৩৬টি পূজা মন্ডপের উদ্বোধন করেছেন ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। আজ সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়ার শিব মন্দির চত্বর থেকে একযোগে জেলার সকল পূজা মন্ডপের উদ্বোধন করেন।
হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। আর এ পুজা রয়েছে নানান সাজসজ্জা শ্রী জ্যোতি সাহা বলেন আমাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব, আমরা এ উৎসবে অনেক আনান্দ উল্লাস করি যা, আমাদের মা সবার জন্য কল্যান বয়ে নিয়ে আসবে বলে মনে করি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পুখুরিয়া শিব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুনাল মূখার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জনস্বাস্থ্য ইন্সটিটিউটের উপ-পরিচালক ডা. তড়িৎ কুমার সাহা, ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটির সহধর্মিনী সুনন্দা ভাটি, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম। এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, কনক রঞ্জন দাস, ডাবলু কুমার ঘোষসহ অন্যান্যরা।

উল্লেখ্য, এ বছর চাপাইনবাবগঞ্জ জেলায় ১৩৬টি পূজা মন্ডপে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব।

এদিকে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা হওয়ায় চাপাইনবাবগঞ্জ জেলায় সকল পুজা মন্ডবে  কঠোর নিরাপত্তার প্রদান করা হয়েছে। এদিকে সকল পুজা মন্ডবে পুলিশ আনসারসহ বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT