উলিপুরে ২’শ বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শনিবার সন্ধ্যা ০৬:৩৭, ২৭ আগস্ট, ২০২২
“মানুষ মানুষের জন্য”-এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ২’শ বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে বজরা ইউপি চত্বরে; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায়, ব্রিতে কর্মরত ও বিজ্ঞানী, কর্মচারী, শ্রমিক এবং ব্রি প্রগতি প্রাথমিক ও ব্রি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অর্থায়নে; উপজেলার বজরা ইউনিয়নের বিভিন্ন এলাকার ২’শ বন্যার্তদের মাঝে; নগদ দেড় হাজার টাকা করে ৩ লক্ষ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, উপজেলা নির্বাহী অফিসা বিপুল কুমার, ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুর’র প্রধান ড. মো. রকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সাইফুল ইসলাম, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার রিপন কুমার রায়, সাইন্টিফিক অফিসার তপন কুমার রায়, তানজিলা ইসলাম, আশিকুর রহমান, মওদুদ আহমেদ, ব্রির অন্যান্য বিজ্ঞানীবৃন্দ ও ইউপি সদস্যগণ।