ঢাকা (ভোর ৫:২৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাসদের মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার সন্ধ্যা ০৭:০৭, ১০ আগস্ট, ২০২২

“ভর্তুকি কমানো নয়, দুর্নীতি-লুটপাট বন্ধ করো”–শ্লোগাণে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে; চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার বেলা সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাসদ সদর উপজলোর সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা শ্রমিক জোটের আহবায়ক সাজেমান হক, কৃষক জোটের সভাপতি আবু সাঈদ, জাসদ ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, ছাত্র নেতা মোজাহিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি-লুটপাট বন্ধ করে জ্বালানি খাতের ভুলনীতি ও লুটপাটের দায় জনগণের উপর চাপানো চলবে না। আর তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

আর তা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হয় হবে বলে সরকারকে হুঁশিয়ারী দেয় হয় মাববন্ধন থেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT