ঢাকা (সন্ধ্যা ৭:৩০) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১

উলিপুরে যৌতু‌কের দা‌বি‌তে গৃহবধূকে পিটিয়ে হত্যা;উৎকোচের বিনিময়ে আসামী বাদ দেয়ার অভিযোগ এসআই’র বিরুদ্ধে

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১১:১৬, ২৫ জুলাই, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে যৌতু‌কের দা‌বি‌তে এক গৃহবধু‌কে নির্যাত‌নের পর হত‌্যার ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এ ঘটনায় ওই গৃহবধুর মা নিলুফা বেগম বা‌দি হ‌য়ে উ‌লিপুর থানায় মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

বাদির অ‌ভি‌যোগ, ঘটনার সা‌থে সরাস‌রি জ‌ড়িত থাকার পরও তদন্তকারী কর্মকর্তা (আইও) রহস‌্যজনক কার‌ণে দুই ব‌্যক্তি‌কে মামলা থে‌কে বাদ দি‌য়ে‌ছেন। এর প্রতিকার চে‌য়ে সং‌শ্লিষ্ট দপ্ত‌রে লি‌খিত অ‌ভি‌যোগও ক‌রেছেন নিলুফা বেগম।

অভিযোগ ও ভূক্তভোগি সূত্রে জানা গে‌ছে, গত ১৬ জুলাই, উপজেলার দলদলিয়া চাপড়ারপাড় কানিপাড়া (রেডক্রোস) এলাকায় যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যা মামলায় ৬ জনকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী, ২০০৩) এর ১১(ক)/৩০ আইনে বাদী হয়ে নিলুফা বেগম উলিপুর থানায় মামলা করেন। মামলা নং- ১২।

পরে ৫ নং আসামী শহিদুল হক (৩৮); পিতা-মৃত সাহেব আলী ও ৬ নং আসামী মজনু মিয়া (৩২); পিতা- মৃত রফিকুল ইসলাম হত্যার সাথে সরাসরি জড়িত থাকা স‌ত্বেও মামলা থেকে তা‌দের বাদ ‌দেয়া হয়। এজাহার দেখার পর বাদীর খালাতো ভাই জাহাঙ্গীর আলম বাদ পড়া ওই ২ জন আসামীর নাম এজাহারে না থাকায় প্রতিবাদ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল বাতেন তাকে থানা থেকে বের করে দেন।

এ‌দি‌কে মেয়ের মৃত্যুর শোকে শোকাহত থাকায় কৌশ‌লে ৫ ও ৬ নং আসামীদ্বয়কে বাদ দেয়া এজাহারে বাদীর স্বাক্ষর নেন ওই এসআই ব‌লেও অ‌ভি‌যোগে উ‌ল্লেখ ক‌রেন। অ‌ভি‌যোগে, তদন্ত পূর্বক বাদ পড়া ৫ ও ৬ নং আসমীদ্বয়কে মামলায় আসামী অর্ন্তভূক্ত করে এবং ওই মামলার তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তর্নের দাবী জানা‌নো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল বাতেন অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা রুজু হওয়ার পর ঘটনাটি তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, বাদির যে এজাহার দিয়েছে সেই এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। এরপর দুইজন আসামীর বিষয়ে অভিযোগ পেয়েছি তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT