ঢাকা (রাত ১১:৩০) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ধর্মপাশায় সভাপতি ও সম্পাদক পদে কিবরিয়া ও দেনিয়ার খাঁনের প্যানেল ঘোষণা

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শনিবার রাত ১১:৫৩, ১১ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খাঁন পাঠানের প্যানেল ঘোষণা করা হয়েছে।

১১ জুন শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ এডভোকেট মোঃ গোলাম কিবরিয়ার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খাঁন পাঠান দুজনেই পৃথকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

সভাপতি পদ প্রার্থী এডভোকেট গোলাম কিবরিয়া তার লিখিত বক্তব্যে বলেন,আমি জন্ম সূত্রেই ধর্মপাশা গ্রামের সন্তান, আপনারা ছোট বেলা থেকেই আমাকে আওয়ামী পরিবারের সন্তান হিসেবে চিনেন এবং জানেন। আমি ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যোগদান করে ছাত্রলীগের রাজনীতি শুরু করি। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই এবং পরবর্তীতে ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হই।

তিনি আরও বলেন ২০০৩ সালে ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি।পরবর্তীতে আমি আইন বিষয়ে পড়াশোনার জন্য ঢাকায় চলে যাই, আইন বিষয়ে পড়া শেষ করে ঢাকা জজ কোর্টে প্রেকটিস করি। ঢাকায় অবস্থান করার সুবাধে আমি আইন পেশার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িয়ে পড়ি।

তারই ফলশ্রুতিতে ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তত্বাবধানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হই। তিনি বলেন, চলমান রাজনীতির ধারাবাহিকতায় আমি আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার মনস্থির করি। এরই ধারাবাহিকতায় আমি সুনামগঞ্জ এক আসনের চার উপজেলায় পোস্টারিং কার্যক্রম ও গনসংযোগ চালিয়ে আসছি।

তিনি আরও বলেন, এরই লক্ষ্যে আমি ধর্মপাশাবাসী সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজ আমি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে দেনিয়ার হোসেন খাঁন পাঠানের প্রার্থীতা ঘোষণা করছি।

এসময় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT