ঢাকা (বিকাল ৫:৩৪) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান Meghna News চাঁপাইনবাবগঞ্জে আবারো মারা গেছে মাদ্রাসা ছাত্র Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিএনপির সাবেক এমপির’র বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জে সুযোগের অভাবে চাহিদার বিপরীতে লাক্ষা চাষ ছাড়ছেন চাষীরা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১১:২২, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

প্র্রাচীন যুগ থেকেই বাংলার একটি উল্লেখযোগ্য সম্ভাবনাময় অর্থকারি ফসলের নাম লাক্ষা। নানা ধরনের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয় এই লাক্ষা। কাঠের আসবাবপত্র ও পিতল বার্নিশ করা, স্বর্ণালংকারের ফাঁপা অংশ পূরণ করা, ঔষধের ক্যাপসুল, চকলেট ও চুইংগামের কোটিং তৈরী, লবণাক্ত পানি থেকে জাহাজের তলদেশ রক্ষা করা, লবণাক্ততায় নষ্ট হওয়া লোহা ঠিক করা, ডাকঘরের চিঠির সিলমোহর তৈরীতে, পুতুল-খেলনা ও টিস্যু পেপার তৈরির কাজে ব্যবহার করা হয় লাক্ষা।

কিন্তু বর্তমানে হারিয়ে যাচ্ছে অর্থকরী ফসল লাক্ষার সোনালি দিন। এক সময় দেশের বিভিন্ন অঞ্চলে সেমিয়লাটা, বরই, বাবলা, কড়ই গাছের বাগান আকারে চাষ করা হত। আর এখন বহুমুখী সংকটের কারণে তা চাষ করছেননা চাষীরা।

দেশের একমাত্র লাক্ষা গবেষণা কেন্দ্র রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সেটিও জনবলের অভাবে ধুঁকে ধুঁকে চলছে। একাধিক বৈজ্ঞানিক কর্মকর্তার পদ থাকলেও একজনমাত্র বিজ্ঞানী দ্বারা চলছে ২৪ একর জমির ওপর নির্মিত লাক্ষা গবেষণা কেন্দ্র।

এ সকর বিষয়ে লাক্ষা গবেষণা কেন্দ্র সুত্রে জানা গেছে, বাংলাদেশে বর্তমান লাক্ষা চাহিদা রয়েছে দশ হাজার মেট্রিক টন। কিন্তু তার বিপরীতে বর্তমানে দেশে লাক্ষা উৎপাদন হচ্ছে দুইশত মেট্রিক টন। যার ৭০ শতাংশ উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। বাকি আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। এক সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একাধিক স্থানে লাক্ষা চাষ করতেন কৃষকরা। বর্তমানে নানান সংকটের কারণে তা কমে গেছে।

এর কারণ হিসেবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ, ফসলে যত্রতত্র কীটনাশক-বালাইনাশক ব্যবহার, বিরুপ আবহাওয়ার কারণকে লাক্ষা চাষের অন্তরায় হিসেবে দেখছেন গবেষকরা। তাছাড়া লাক্ষা চাষের উপর প্রশিক্ষণ ও পর্যাপ্ত দাম না পাওয়ায় লাক্ষা চাষ করছেন না চাষীরা বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা।

জেলার বরেন্দ্র অঞ্চল নাচোল উপজেলায় বর্তমানে বেশি লাক্ষা চাষ হলেও দিন দিন চাষীদের আগ্রহ কমে যাচ্ছে। কেউ বাড়তি আয়ের আশায় আবার কেউবা পৈত্রিক অস্তিত্ব ধরে রাখতে চাষ করেছেন লাক্ষা।

এ বিষয় নিয়ে কথা হয় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মো. সাদিকুল ইসলাম ও মো. ইসরাইল হকসহ কয়েক জন লাক্ষা চাষীর সাথে। তারা জানান, এই অঞ্চলে লাক্ষা চাষের অপার সম্ভাবনা রয়েছে। তবে নানা সংকটে বড় আকারে বাণিজ্যিকভাবে চাষ করতে পারছেন না তারা। আর সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই লাক্ষা চাষ করা সম্ভব নয় বলেও জানান তারা।

চাষিরা আরও বলেন দেশে লাক্ষার চাহিদা রয়েছে ব্যাপক। বাড়িবাড়ি থেকে কিনে নিয়ে যায় সরবরাহকারীরা। পৃষ্ঠপোষকতা না থাকায় নায্য মূল্য থেকে বঞ্চিত চাষীরা লাক্ষা চাষে আগ্রহ হারাচ্ছে। ফলে দিনেদিনে কমে যাচ্ছে লাক্ষা চাষ। তবে দূরাবস্থার মাঝেও বাপদাদার অস্তিত্ব ধরে রাখতে লাক্ষা চাষ করছেন অনেকেই।

এদিকে বর্তমান লাক্ষার দূরাবস্থা নিয়ে লাক্ষা গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান বলেন, লাক্ষা একটি লাভজনক ফসল। চাঁপাইনবাবগঞ্জে লাক্ষা চাষে অপার সম্ভাবনা রয়েছে। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় আম চাষ বেড়ে যাবার কারণে বরেন্দ্র অঞ্চলে লাক্ষা চাষের চাহিদা বাড়লেও প্রতিনিয়ত লাক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রে একাধিক বিজ্ঞানী পদ থাকলেও তিন বছর ধরে আমি একায় আছি। এতে চাষিদের পর্যাপ্ত সেবা দেয়াও সম্ভব হচ্ছে না। আর তাই অপর সম্ভাবনীয় এ ফসল টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT