ঢাকা (দুপুর ১:২৬) সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

বৃষ্টির সাথে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৩:০৩, ৩০ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কোথাও কোথাও এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, “বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের দু-এক জায়গায় এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।”

অন্যদিকে, দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বুধবার সূর্য অস্ত যাবে বিকেল ৫টা ২০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT