উলিপুরে দুই স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে প্রার্থীসহ আহত ৩
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শনিবার রাত ০২:১৪, ২৫ ডিসেম্বর, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে প্রচারণার শেষ দিনে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের তনুরাম গ্রামে। এতে ওই ইউনিয়নের বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মঙ্গাসহ ৩জন গুরুত্বর আহত। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও দুই দলের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল জব্বার মঙ্গা (চশমা প্রতীক) তার কর্মী সমর্থকদের নিয়ে ওই ইউনিয়নের তনুরাম গ্রামে নির্বাচনী প্রচারণা করতে গেলে এ সময় আরেক স্বতন্ত্র প্রার্থী ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক বাদল (মটর সাইকেল প্রতীক) মঙ্গার প্রচার প্রচারণায় বাঁধা দেয়। এক পর্যায়ে তাদের সাথে বাকবিতন্ডা শুরু হলে, বাঁশের লাঠি দিয়ে আব্দুল জব্বার মঙ্গার মাথায় আঘাত করে। এসময় তাকে উদ্ধার করতে আসা একই গ্রামের ফকর উদ্দিনের পুত্র কেসমত আলী (৬০) ও তার পুত্র রাইনুল ইসলাম (৩৫) গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মঙ্গা বলেন, আমার শান্তিপূর্ণ প্রচারণায় জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে বাদল তার লোকজন লাঠিশোটা নিয়ে হামলা চালায়। তারা আমার মাথা ফাটিয়ে দেয়।
স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক বাদল তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ওই গ্রামে দিনে দুপুরে প্রার্থী (আব্দুল জব্বার মঙ্গা) সেখানে টাকা দিয়ে ভোট কিনতে যায়। এসময় জনগণের সাথে তাদের হাতাহাতি হয়।
ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তারিফুর রহমান সরকার বলেন, এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি। আপনার কাছেই প্রথম শুনলাম।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।