ঢাকা (সকাল ৯:১৪) সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিশ্বের চতুর্থ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৪:৪২, ২০ ডিসেম্বর, ২০২১

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৪র্থ।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৭। অর্থাৎ ঢাকার বাতাসের মান ‘‘অস্বাস্থ্যকর’’ পর্যায়ে রয়েছে।

এ তালিকায় পাকিস্তানের লাহোর, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের দিল্লি যথাক্রমে ৪২৬, ৩৯৫ ও ২২৪ একিউআই সূচক নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। প্রতিদিনের বাতাসের মান নিয়ে এ সূচক তৈরি করা হয়।

কোনো শহরের একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেখানকার বাতাসের মান ‘‘অস্বাস্থ্যকর’’ পর্যায়ে রয়েছে বলে গণ্য করা হয়। ফলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।

দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। সাধারণত শীতকালে জনবহুল এ শহরের বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

জাতিসংঘের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT