ঢাকা (বিকাল ৪:৪০) বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কমতে শুরু করেছে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার ১২:০১, ২০ ডিসেম্বর, ২০২১

এক দিনের ব্যবধানে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হয়নি। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, কুয়াশা বাড়ার পাশাপাশি ঠান্ডা বাতাস আগের চেয়ে বেশি বইছে। ফলে শীতের অনুভূতি দ্রুত বাড়ছে। আগামী মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

দুই দিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা থাকছে। ওই দুই জেলাসহ উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা আরও কমেছে। ফলে সারা দেশে কমবেশি শীতের অনুভূতি বেড়েছে। আগামী মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকাজুড়ে শীতের তীব্রতা বাড়তে পারে। শৈত্যপ্রবাহের তাপমাত্রা আরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা কমেনি। তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বেড়েছে। মঙ্গলবার থেকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT