ঢাকা (রাত ২:১২) সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

অমর কবিতা



অমর কবিতা

শৈলেন্দ্র নাথ সরকার

 

মোরা একটি কবিতা লিখব বলে 

সব বাঙালী হাতে অস্ত্র তুলে 

জাতি ধর্ম বর্ণ সব ভূলে

শিশু কিশোর যুবক আবাল বৃদ্ধ বনিতা, 

কৃষক শ্রমিক বুদ্ধিজীবি সব জনতা

সবাই মিলে বেরিয়ে পরি দরজা খুলে 

শুধু একটি কবিতা লিখব বলে। 

 

সেই অমর কবিতা খানি লিখতে গিয়ে 

বাংলা মায়ের কত সোনার ছেলে 

গেছে হারিয়ে, 

শপথ নিয়ে বেরিয়ে যাওয়া 

বাংলার কত দামাল ছেলে

কত জননীর শূন্য বুকে

আর আসেনি ফিরে। 

 

অমর কবিতা খানি লিখতেই হবে বলে 

তাজা রক্ত দিয়েছিল কোটি বাঙালীর ছেলে 

সেই তাজা রক্তে রঞ্জিত কাল রাজ পথ

পূর্ণ হয়েছিল কত শত শূন্য সরোবর 

হারিয়েছি দুই লক্ষ মা বোনের ইজ্জত,

তবু বাঙালী নয় কভূ মাথা নোয়াবার 

বাঙালীরা নয় ভীতু, 

বাঙালী কাউরে করে না ডর। 

 

ওরে পামর, পাক-হানাদার পিচাশ দল

তোরা বাংলার মাটিতে আর থাকবি কতকাল?  

 

এমনি করে…….. 

দীর্ঘ নয় নয়টি মাস…….

বাঙালীরা রক্ত দিয়েছিল অকাতরে 

শুধু একটি কবিতা লিখব বলে। 

 

আর শেখ মুজিবের দিগ নির্দেশনাতে,

৭১ এর ৭ ই মার্চের ঘোষণাতে,

১৬ই ডিসেম্বরে, 

দোয়াতের কালির বদলায় 

কোটি বাঙালীর রক্তের খোঁচায়, 

দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে 

ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে 

লেখা হল সেই……… 

চির অমর কবিতা খানি

” স্বাধীন সার্বভৌম বাংলাদেশ”

 

আকাশে বাতাসে ধ্বনিল রায়

জয় জয় বাংলার জয়

বাঙালীর জয়

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT