উলিপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার রাত ১১:২৫, ৯ নভেম্বর, ২০২১
‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়,শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত নাগরিক সংলাপে বক্তব্য রাখেন, উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মজিদ হাঁড়ি, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ, শিক্ষার্থী আলমীর হোসাইন।
উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, রাজনৈতিক নেতুবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।