ঢাকা (সন্ধ্যা ৬:০৯) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বৃষ্টির কলতান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:৩৭, ৫ জুন, ২০২১

বৃষ্টি

মোঃ বুলবুল হোসেন

 

বৃষ্টি এলে কেনো জানি

তোমায় মনে পড়ে,

বৃষ্টির দিনে বলে ছিলে

আমার হাতটি ধরে।

 

আমায় ছেড়ে আর যাবে না

 থাকবে কষ্ট করে,

সেই কথা মনে হলে

চোখে অশ্রু ঝরে।

 

আমায় ছেড়ে চলে গেলে

জানি না কোন কারণে,

বৃষ্টির মাঝে ভিজতে গেলে

করতে তুমি বারণ।

 

বৃষ্টির মতো ঝরে গেলে

কাদা লেগে থাকে,

বৃষ্টি এলে তুমি তখন

শাষন করবে কাকে।

 

বৃষ্টির দিনে আমার কথা

তোমার মনে হলে,

তোমার বুকটা ভেসে যাবে

তোমার চোখের জলে।

 

প্রিয়া বাড়ি আর এসো না

ওগো প্রিয় বৃষ্টি,

বৃষ্টি তুমি এলে পড়ে

 প্রিয়া দিবে দৃষ্টি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT