ঢাকা (সকাল ১১:১২) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সর্বাত্মক লকডাউনেও চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো ম্যাংগো স্পেশাল ট্রেন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৫৩, ২৭ মে, ২০২১

মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের পূর্ণাঙ্গ লকডাউন। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসা এবং মুখে মাক্স পরিধান না করার অপরাধে এরই মাঝে জেলা প্রশাসন করেছেন প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা।

এমনই এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে গত বছরের ন্যায় এবারো আমের রাজধানী থেকে চালু হলো ম্যাংগো স্পেশাল ট্রেন। আর বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি এ ট্রেনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে আম চাষী ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে এই সার্ভিস চালু করলো সরকার।

ট্রেনটির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে এক ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ভার্চুয়ালি আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন প্লাটফরম থেকে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক-আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, রাজশাহী রেলওয়ে মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ, সিভিল সার্জণ চৌধুরী জাহিদ নজরুল সহ রেলের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাষ্টার ওবায়দুল্লাহ জানান, ট্রেনটি প্রতিদিন দুপুর দু’টায় রহনপুর থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এসে পৌছব। পরে এখান থেকে বিকেল ৪টায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনে আমসহ অন্যান্য শাক-সবজির পরিবহন খরচ পড়বে প্রতি কেজি মাত্র ১ টাকা ৩১ পয়সা এবং প্রতি ক্যারেট আমের লেবার ভাড়া পড়বে ১০ টাকা। প্রতিটি বগিতে পরিবহন করা যাবে মোট ৪৩ মেট্রিকটন আম। আর এই ট্রেনের মাধ্যমে অন্যান্য পরিবহনের চেয়ে স্বল্প খরচে পরিবহন করা যাবে আম।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ জানান, এই ট্রেনের মাধ্যমে আম পাঠালে খরচ খুবই কম পড়বে। কারণ যেখানে বাসে প্রতি মণ আম পাঠাতে খরচ লাগে ১৪০০ টাকা, কুরিয়ার সার্ভিসে খরচ পড়ে ২০০০ টাকা, সেখানে এ ম্যাংগো ট্রেনে খরচ পড়বে মাত্র ১১৮০টাকা।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, চাঁপাইনবাবগঞ্জে করোনার শনাক্তের হার উর্ধ্বগতি। আর তাই ম্যাংগো ট্রেনের মাধ্যমে আম চাষিরা খুব কম খরচে ও স্বাস্হ্যবিধি মেনে ঢাকায় আম পাঠাতে পারবেন।

যদিও, রেল স্টেশন পর্যন্ত আমসহ কাঁচা পণ্য পরিবহনে নানা অসুবিধার কথা জানিয়েছেন আম চাষি-ব্যবসায়ীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT