ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি বুধবার সন্ধ্যা ০৭:২৭, ১২ মে, ২০২১
“”ঈদ শুভেচ্ছা”‘
গোলাম রব্বানী(সোহাগ)
ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি,
ঈদ মানে নতুন পোশাকে
ঈদের নামাজে ছোটাছুটি।
ঈদ মানে কচি-কাঁচার
নতুন উৎসবের মিলন মেলা,
ঈদ মানে বুড়া-বুড়ির
হাসির আনন্দে সবুজ সতেজ
নতুন জীবন ফিরে পাওয়া।
ঈদ মানে উল্লাসে
সোনালী স্বপ্ন চয়ন,
ঈদ মানে মুসলমানদের
বাঁধভাঙ্গা জোয়ারে আনন্দবরন।
ঈদ মানে আকাশ
মাটির ছোঁয়ায়
গাইবে সাম্যের গান
ঈদ মানে ধনী-গরীব
একই কাতারে হাসবে
রাখবে নবীজির মান।
ঈদ মানে দ্বন্দ্ব-
বিদ্বেষ ভুলে গিয়ে
শত্রুকে করো বন্ধু,
ঈদ মানে অপরাধ অপবাদ
নয়তো হিংস্র সংঘাত
ঈদ মানে একই কাতারে
কাঁধে কাঁধ রেখে হবে সন্ধি।
ঈদ মানে ঈদুল ফিতর
পেরিয়ে এসেছে
শান্তির রক্তিম ডালা,
ঈদ মানে গরিব দুঃখী এতিম অসহায়ত্বের মাঝে
ফিরিয়ে দাও অধিকার
মিটিয়ে দাও দুঃখ জ্বালা।
ঈদ মানে দূর আকাশে
বাঁকা চাঁদের হাসি,
ঈদ মানে দেশ-বিদেশে
বন্ধুমহলে খুশির কলতান
ঈদ মানে বাবা মায়ের বুকে ফিরে আসা
স্নেহের মানিক রতন।
ঈদ মানে অক্ষুন্ন অটুট রাখা
ধর্মীয় বিধান,
ঈদ মানে আত্মতৃপ্তি
ঈদ মানে মুক্তির দাবি,
ঈদ মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে
বিশ্বমানচিত্রে রাখা।
মুসলমানের রক্তে অঙ্কিত মান
তবেই হবে সার্থক মাহে রমজান।