সান্তাহারে পৃথক অভিযানে গ্রেপ্তার ৭
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪৪, ১৩ এপ্রিল, ২০২১
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার “খ” সার্কেল পৃথক অভিযানে সাতজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেন।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’সার্কেল অফিস সূত্রে জানা গেছে, গত সোমবার দিনব্যাপী পৃথক অভিযানে সান্তাহারের বিভিন্ন এলাকা থেকে সাতজন মাদক সেবনকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সান্তাহার হাট-খলা এলাকার মৃত্য সোলেয়মান আলীর ছেলে হযরত আলী(৫০), খাট্টা শাহাপুর এলাকার মৃত্য আব্দুল মজিদের ছেলে বাদশা মিয়া(৫০),পান্নার মোড় এলাকার মৃত্য সোয়ারাব হোসেনের ছেলে নাসিম(৫০), পৌওয়া রেলগেট এলাকার বাবু মিয়ার ছেলে বাহাদুর(৪০), স্টেশন কলোনি এলাকার আব্দুল মান্নানের ছেলে বুলবুল(৩০),বশিপুর এলাকার মৃতঃ আব্দুল সামাদ প্রাং এর ছেলে বজলুর রশিদ (৫০),রামশালা আক্কেলপুর উপজেলার মৃতঃ ইসমাইল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক(৪৫)।
এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রনের জন্য পৃথক অভিযানে আমরা সান্তাহারে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে সাতজন মাদক সেবনকারীদের গ্রেফতার করি।
পরে গ্রেপ্তারকৃত আসামিদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে, ভ্রাম্যমান আদালতের হাকিম আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমা শারমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদের ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমা শারমিন সাংবাদিকদের বলেন, সাতজন মাদক সেবনকারীদের মোট পাঁচ হাজার টাকা জরিমানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।