ঢাকা (দুপুর ২:৪৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নড়াইলে বেসরকারি হাসপাতালের যাত্রা শুরু

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শনিবার রাত ০৯:১২, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নড়াইলের লোহাগড়ায় ” ফাতেমা বেগম জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার” এর যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে পারমল্লিকপুর গ্রামে এ সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন কৃষক মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া।

জানা গেছে, পারমল্লিকপুর গ্রামস্থ ফাতেমা বেগম জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শেখ মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ শরীফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ ভূঁইয়া, সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, বিশিষ্ট সমাজেসেবক আব্দুস সাত্তার পাইন, শিক্ষক বাবু প্রভাত কুমার বিশ্বাস, শিক্ষক বাবু সুশান্ত কুমার দে, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, এ্যাডঃ আব্দুস সালাম খান,সামসেবক মোঃ আবুল হোসেন প্রমুখ।

দানবীর ও বিশিষ্ট সমাসেবক আব্দুল কাদের মোল্যার অর্থায়নে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানের আয়োজকরা জানান, গ্রামের মানুষকে নিশ্চিত স্বাস্থ্যসেবা দিতেই গ্রামের মধ্যে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। খুব অল্প খরচে এখানে স্বাস্থসেবা দেয়া হবে। উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত এ হাসপাতালটি লোহাগড়ার দক্ষিণাঞ্চলের মানুষের বেশি উপকারে আসবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT