চাঁপাইনবাবগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার দুপুর ০৩:২৬, ২০ ডিসেম্বর, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার বেশ কিছু সুবিধা বঞ্চিত নারীদের মাঝে শীত বস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলার সামাজিক সংগঠন ওয়েল ফেয়ার ক্লাবের উদ্দ্যোগে শীত বস্ত্র চাদর বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাদর বিতরণ করেন ওয়েল ফেয়ার ক্লাবের আহবায়ক সেলিনা বিশ্বাস। তিনি বলেন, উত্তরের জেলা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শীতের প্রকোপ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আর তাই প্রতি বছরের ন্যায় এবারো জেলার সুবিধা বঞ্চিত নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণের উদ্দ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ রবিবার তাদের মাঝে শীত নিবারণের জন্য গায়ের চাদর বিতরণ করা হলো।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়েল ফেয়ার ক্লাবের সদস্য নাজনীন হাসান, শামীমা খাতুন, নাহিদা আখতার দিপা, নাদিরা খাতুন, রাজিয়া খাতুন, উম্মে রাওয়ান, মোর্শেদা বেগমসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে শীত নিবারনের জন্য চাদর বিতরণ করা হয়।