ঢাকা (সকাল ১১:৩১) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অসহায় দুঃস্থদের মাঝে একলাই’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ                

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার দুপুর ০৩:১৯, ১৭ ডিসেম্বর, ২০২০

কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সংগঠন এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউট-একেএলআই চ্যারিটি’র পক্ষ থেকে গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র সম্মেলন কক্ষে এইসব বিতরণ করা হয়। এ সময় বিতরণ অনুষ্ঠানে টিটিসি’র কোরিয়ান ও ইংরেজি ভাষা প্রশিক্ষক এইচ.এম.এল.এইচ রাজুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউট-একেএলআই এর সভাপতি ও সিডি মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুজ্জামান স্বপন, একেএলআই এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ মো. গোলাম কাবির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাবিলা নুঝাত বলেন, সারাদেশের মধ্য থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এই কর্মসূচির জন্য নির্বাচন করার জন্য এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউটকে অসংখ্য ধন্যবাদ।

গত বছর সারাদেশের মধ্যে জেলার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশ নিয়েছে ও সফলতা অর্জণ করেছে। কোরিয়ায় সর্বোচ্চ প্রবাসী রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এমনকি কোরিয়ান ভাষা শিক্ষায়ও সারাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এই জেলা। আর এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ভাষা শিক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো। আর তাই শীতের সময় সকলকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে আলী কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রশিক্ষক হযরত আলী, সততা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব, কোরিয়ান ভাষা প্রশিক্ষক আব্দুল কাদের বাবু, জাহাঙ্গীর আলম, সামীম আহমেদ, মো. আব্দুল্লাহ, নাসিম উদ্দিনসহ টিটিসি এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের আয়োজনে জেলায় অবস্থিত কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার সমূহের মাধ্যমে ১ হাজার ২ শত কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT