ঢাকা (রাত ১:৩৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার দুপুর ০২:১৬, ১৬ ডিসেম্বর, ২০২০

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের ৪৯ তম বার্ষিকী উদযাপিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত জেলার বীর শহীদদের নাম সংবলিত স্মৃতিফলকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ।

এদিকে একই স্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ এর সহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সিভিল সার্জন অফিসসহ সরকারী প্রতিষ্ঠান সমূহ।

পরে নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ মো.আব্দুল ওদুদ বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ.এইচ.এম আব্দুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা.জাহিদ নজরুল চৌধুরীসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠান প্রধান এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে নিজস্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছেন। এর আগে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে দিবসের কার্যক্রম শেষ করে।

এদিকে সকাল ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অপরদিকে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে ওবাইদুল পাঠান ও জেলা যুবদলের সদস্যরা র‌্যালী বের করে পৌর পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বিজয় দিবস উদযাপন করে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার কোথাও আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ হয়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT