ঢাকা (রাত ৪:৩৮) সোমবার, ২০শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News দাউদকান্দিতে অগ্রজের মৃত্যু শোকে অনুজের মৃত্যু, বোনের হার্ট ফেইল Meghna News টানা দরপতনে পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা Meghna News বাংলাদেশী পঞ্চম এভারেস্ট জয়ী বাবর আলী Meghna News ২০৩০ সালে ঢাকা হবে দাবদাহে শীর্ষ ১০ নগরীর একটি! Meghna News চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন বাস্তবায়নও করেন -ডেপুটি স্পীকার



জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। প্রায় ৮শ’ কোটি টাকা ব্যয়ে ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদী ভাঙ্গন রোধ প্রকল্পটি গত ১৭ নভেম্বর একনেকে পাস হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রীর বধান্যতায় সাঘাটা-ফুলছড়ি এলাকায় এ প্রকল্পটির বরাদ্দ পেয়েছি।

গতকাল শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গনে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না তেমনি তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হতো না।
হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী’র আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আইয়ুব হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ফুলছড়ি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি নাহিদুজ্জামান নিশাত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি প্রমুখ। ওই দিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি হায়দার আলী, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলহাজ্ব খলিলুর রহমান, জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাউদ্দৌলা, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT