ধর্মপাশায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর উদ্যোগে সাস্থ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) রবিবার বিকেল ০৫:৩৫, ২২ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের ধর্মপাশার সদর ইউনিয়ন পরিষদে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হংকং সরকারের আর্থিক সহায়তায় রোববার বেলা ১১ টার দিকে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ শত পরিবারের মধ্যে সাস্থ্য-সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এর মধ্যে যা ছিল, ২০ কেজি চাল,সোয়া ২ কেজি ডাল, সোয়াবিন তেল ২কেজি ৫০০ গ্রাম, চিরা ১কেজি, লবন ৫০০ গ্রাম, চিনি ৫০০গ্রাম,মুগ ডাল সোয়া ২ কেজি, সোলা ডাল সোয়া ২ কেজি, একটি ২০ লিটার পরিমান বালতি, একটি প্লাস্টিকের মগ, গোসলের সাবান ১০ পিস, তথ্য, শিক্ষা, যোগাযোগ বিষয়ক লিফলেট বিতরণ করেছে।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার নিরাপদ হালদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধর্মপাশা এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সাগর জন কস্তা,এপি স্পন্সরশীপ অফিসার সুমন কুবি,ডিএসকে এর প্রজেক্ট অফিসার উম্মে কুলসুম,এছারও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহ আবদুল্লাহ, সুজাগীর আলম,আবুল কাশেম সাংবাদিক মোবারক হোসাইন প্রমুখ।