ঢাকা (রাত ৯:৪২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখার দৌলতপুর বাজার পরিচালনা কমিটি গঠন

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock রবিবার দুপুর ০১:৩৭, ২২ নভেম্বর, ২০২০

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ৩ নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের দৌলতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ইউ/পি সদস্য মোঃ শামীম উদ্দীন ও এমরানুল হক বাবু কে সেক্রেটারী করে ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি এক বছরের জন্য গঠন করা হয়েছে।

গতকাল (২১ শে নভেম্বর) শনিবার রাত ৮ টায় হান্নান ম্যানশনে মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে দৌলতপুর বাজারস্হ সকল ব্যবসায়ীদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।এতে এলাকার বিশিষ্ট মুরুবিব ও ব্যবসায়ীদের উপস্হিতি সর্বসম্মতিতে  মোঃ শামীম উদ্দীন ইউ/পি সদস্য সভাপতি,সহ-সভাপতি হাজী নজরুল ইসলাম,সহ-সভাপতি আবুল আজাদ,সহ-সভাপতি খছরুজ্জামান,সহ-সভাপতি আব্দুল কাদির,সহ-সভাপতি কুতুব আলী,সেক্রেটারী এমরানুল হক বাবু,সহ-সেক্রেটারী ছাদেক হোসাইন,কোষাধ্যক্ষ হাজী আকবর হোসেন,সহ-কোষাধ্যক্ষ জুবের আহমদ,সাংগঠনিক সম্পাদক জিল্লুল করিম ময়নুল,সহ-সাংগঠনিক ময়নুল ইসলাম,প্রচার সম্পাদক জুবায়ের আহমদ,সহ-প্রচার সম্পাদক জয়নুল ইসলাম,দপ্তর সম্পাদক আতিকুর রহমান,সহ-সম্পাদক আহমদ ফয়সল,কার্ষকরী সদস্য মোঃআনোয়ার হোসাইন,কার্ষকরী সদস্য মোঃআব্দুল নুর,কার্ষকরী সদস্য মোঃছায়াদ আলী,কার্ষকরী সদস্য আজাদ আহমদ,কার্ষকরী মোঃফয়জুল ইসলাম,কার্ষকরী সদস্য মামুন আহমদ,কার্ষকরী সদস্য সায়দুল হক।

সভাশেষে বাজার প্রবীণ ব্যবসায়ী ডাক্তার মোঃ শাহজাহানের বাধ্যর্কজনীত মৃত্যুতে গভীর শোক,সমবেদনা প্রকাশ করা হয় এবং তারঁ রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT