ঢাকা (সকাল ১০:১৩) বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বগুড়ার আদমদীঘিতে এসএসসি ৮৮ ব্যাচ বিডি”এর আলোচনা সভা অনুষ্টিত

অন্যান্য ২৩০৬ বার পঠিত

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock সোমবার দুপুর ০১:৪১, ৯ নভেম্বর, ২০২০

সমগ্র বাংলাদেশ এসএসসি ১৯৮৮ ব্যাচের সামাজিক সংগঠন “এসএসসি ৮৮বিডি” এর আলোচনা সভা গতকাল রবিবার-এ নওগাঁ মল্লিকা ইন হোটেলে অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার-এ হোটেল মল্লিকা ইন নওগাঁতে “এসএসসি-৮৮ বিডি” সামাজিক সংগঠনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটি সামগ্রিক বাংলাদেশের ১৯৮৮ সালের পরীক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। ইতোপূর্বে দেশের বিভিন্ন স্থানে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। করোনা লগ্নেও তাদের সংগঠনের ভূমিকা দর্শনীয় ও প্রশংসনীয়।

গত রবিবার নওগাঁ হোটেল মল্লিকা ইন-এ অনুষ্ঠিত সংগঠনের ফেসবুকের গ্রুপ এডমিন,মোডেরেটর ও গ্রুপের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় গ্রুপ মোডেরটর জনাব লছমী প্রসাদ এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন মোঃ আরশাদ খাঁন,এডমিন রুহুল কুদ্দুস রুবেল, এডমিন তারিক জামান, গ্রুপ মোডেরটর মিজানুর রহমান টিটো।

এসময় সামনের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন নুরুজ্জামান বুলবুল, জালাল,নিসরুল হামিদ ফুতু, চাঁপা খন্দকার সহ প্রমুখ।

এসময় বক্তারা আসন্ন করোনার দ্বিতীয় ধাপে উন্নয়নমূলক কার্যক্রম করবার জন্য জোড়ালো পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তৃতা প্রদান করেন।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT