ঢাকা (দুপুর ২:৪৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঈদের দিনে চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেল ২ শিশুর

সাখাওয়াত জামিল দোলন সাখাওয়াত জামিল দোলন Clock শনিবার রাত ১০:৩৮, ১ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকার সামিউল ইসলামের সাত বছরের ছেলে শামীম এবং নাচোল উপজেলার জোনাকি পাড়া এলাকার মিলন আলীর নয় বছরের ছেলে আজমীর।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম শাহ সড়ক দুর্ঘটনায় শিশু শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার ঈদুল আজহার দিন অন্য বাচ্চাদের সাথে রাস্তায় খেলছিলো শিশু শামীম। এমনতাবস্থায় খেলার সময় এদিক ওদিক ছোটাছুটি করার এক ফাঁকে শামীম হঠাৎ করে চলন্ত ট্রাকের সামনে এসে পড়ে। এতে ট্রাকের চালক গতি নিয়ন্ত্রণে ব্যার্থ হয়ে শিশু শামীমকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই শামিম মারা যায়। তবে এলাকাবাসি ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
অন্যদিকে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা সড়ক দূর্ঘটনায় শিশু আজমীরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় রোগীবাহী এ্যাম্বুলেন্স শিশুটিকে চাপা দিলে স্থানীয়রা তাড়াতাড়ি করে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে ওই সময় কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।
এদিকে উভয় পরিবারের সম্মতির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT