বগুড়ার আদমদীঘিতে সরকারি চাল পাচারকারী গ্রেফতার
মোঃ কামরুজ্জামান রবিবার রাত ১০:২৬, ১৯ জুলাই, ২০২০
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সরকারি ত্রাণ ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে মামলার প্রধান আসামি রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে আদমদীঘির চাঁপাপুরের কয়াকুঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রেজাউল করিম রাজা উপজেলার কুন্দগ্রামের সায়েদ আলীর ছেলে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আদমদীঘির কুন্দগ্রাম ইউপির সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও ত্রাণ সামগ্রীর চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা ২১ বস্তা সরকারি চাল গত ২১ এপ্রিল বিকেলে কুন্দগ্রামের চকপাড়া একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এদিকে মামলা দায়েরের পর একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়। দীর্ঘ চার মাসের মাথায় শনিবার রাতে মামলার প্রধান আসামি রেজাউল করিম রাজাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার এস,আই রবিউল করিম বাদী হয়ে সরকারি চাল ক্রয় সিন্ডিকেটের সদস্য উপজেলার কুন্দগ্রামের রেজাউল করিম রাজা, সাজ্জাদ হোসেন, ইদ্রিছ আলী, সামছুল আলম-এর নাম উল্লেখসহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।