কিশোরগঞ্জে ১ হাজার টাকার ভাংতি নিয়ে আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা
মোঃ কামরুজ্জামান রবিবার রাত ১০:৫৫, ২১ জুন, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে এক হাজার টাকার ভাংতির জের ধরে সিরাজুল ইসলাম আলম (৫০) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে একই এলাকার মো. ওয়ালিউল্লাহ। রবিবার (২১জুন) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট মোড়ে সন্ত্রাসী মো. ওয়ালিউল্লাহর নিজ ডিমের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. সিরাজুল ইসলাম আলম কিশোরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. মানিক মিয়ার ছেলে। আহত সিরাজুল ইসলাম আলমের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮জুন) আহত মো. সিরাজুল ইসলাম আলম এর কাছ থেকে মো. ওয়ালিউল্লার এক হাজার টাকা ভাংতি নেয় দশ পনেরো মিনিট পর মো. সিরাজুল ইসলাম আলম এক হাজার টাকার নোটটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে নোট জাল। তৎক্ষনাৎ মো. সিরাজুল ইসলাম আলম এক হাজার টাকার নোটটি নিয়ে মো. ওয়ালিউল্লাহর দোকানে গিয়ে জাল নোট দিয়ে ভাংতির নেওয়ার কথা জানতে চাইলে মো. ওয়ালিউল্লাহ অস্বীকার যায়। পরে দুইজনের মাঝে কথা-কাটাকাটি হলে এক পার্যায়ে দোকানদার মো. ওয়ালিউল্লাহ মো. সিরাজুল ইসলাম আলমকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। আশপাশের দোকানদাররা বিষয়টি লক্ষ্য করলে এগিয়ে এসে তাঁকে শান্ত করে। পরে দোকানদার মো. ওয়ালিউল্লাহ ও আহত মো. সিরাজুল ইসলাম আলম দুইজনেই নিজ নিজ বাসায় ফিরে যায়। আজ বরিবার (২২ জুন) দুপুর পনে ২টার দিকে মো. সিরাজুল ইসলাম আলম দোকানদার মো. ওয়ালিউল্লাহকে আবারো জাল এক হাজার টাকার নোটটির কথা জিজ্ঞেস করলে সে খুব রাগান্বিত হয় এবং বাসা থেকে দেশীয়অস্ত্র এনে মো. সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আশপাশের লোকজন মো. সিরাজুল ইসলাম আলমকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে হাসপাতালে কর্মরত চিকিৎসাকগণ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কিশোরগঞ্জ থানা পুলিশ জানায়, দোকানদার মো. ওয়ালিউল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, আহত এর পক্ষ থেকে অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত মো. সিরাজুল ইসলাম আলম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।