ঢাকা (সকাল ১০:৪৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিনা’র উদ্ভাবিত আমন ধানের সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:৪১, ১৮ জুন, ২০২০

সাখাওয়াত জামিল দোলন, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আমন ধানের চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা ময়মনসিংহের রাজস্ব তহবিলের অর্থায়নে এই কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিনা’র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিনা উপকেন্দ্রের ইনচার্জ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্পসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কানিজ তাসনোবা।

প্রশিক্ষণ কর্মশালার আলোচনা সভায় বক্তারা স্বল্প সেচে কম জীবনকালের অধিক ফলনশীল বিনা উদ্ভাবিত আমন ধানের চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের এগিয়ে আসার আহবান জানান।

এ সময় বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ তানভীর আবির, মো. গোলাম মোস্তফাসহ ৮০ জন কৃষক উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বিনা-১৬, বিনা-১৭ ও বিনা-২২ জাতের বীজ ৫ কেজি করে ৮০ জন কৃষককে প্রদাণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT