২০ বোতল ফেনসিডিলসহ আটক নাগেশ্বরীর এক দম্পত্তি
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৯:২৩, ১৫ জুন, ২০২০
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার এক বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বাড়িতে রেখে বিক্রির অপরাধে এই দম্পত্তি কে আটক করা হয় বলে জানা যায়। উপজেলার বখশীখামার এলাকার বল্লভপুর গ্রামের আঃ খালেকের পুত্র আমজাদ হোসেন (৩৫) তার স্ত্রী রোজিনা বেগম (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৪ জুন দিবাগত মধ্যরাতে এক গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীরের নির্দেশে নাগেশ্বরীর বখশীখামার এলাকার বল্লভপুর গ্রামের আঃ খালেকের বাড়ির চতুর্দিক ঘিরে রাখে পুলিশ। এসময় ওই দম্পতি পলিথিনে ফেনসিডিল ঘর থেকে বের করে পার্শ্বের আবর্জনার স্তুপে গর্ত করে রাখার সময় পুলিশ তাদের হাতে নাতে আটক করে। অভিযানে পলিথিনে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দম্পত্তি বেশকিছু দিন থেকে গোপনে মাদকসেবিদের কাছে ফেনসিডিল বিক্রি করে আসছিলো।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে গতকাল রাত ১.৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বোতল ফেনসিডিল সহ ওই দম্পতিকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।