ঢাকা (রাত ১২:১৮) মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

খানসামায় র‍্যাবের ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা



খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে খানসামায় মুদিখানা দোকানে মোড়কের গায়ে তারিখ না থাকায় ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৭ মে রবিবার দুপুরে বাজার মনিটরিং-এ র‍্যাব-১৩ এর একটি টিমের অভিযানে উপজেলার পাকেরহাটে নিমাই স্টোরকে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার এবং মহাদেব স্টোরকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত পণ্য গুলো পুড়িয়ে ফেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

সহকারী পরিচালক মমতাজ বেগম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, মোড়কে তারিখ না থাকা ও মেয়াদউত্তীর্ণ পন্য রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত পণ্য পুড়িয়ে ফেলা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং-এর এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT