গোবিন্দগঞ্জে সন্ত্রাসী কায়দায় ধান কাটতে ব্যর্থ হওয়ায় বাড়ী ঘরে হামলা ভাংচুর লূটপাট
মোঃ কামরুজ্জামান শনিবার রাত ১১:২৮, ৯ মে, ২০২০
তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সন্ত্রাসী কায়দায় ইরি ধান কাটতে ব্যর্থ হওয়ায় বাড়ী ঘরে হামলা ভাংচুর, লূটপাট ও শ্লীলতাহানী ঘটানোর অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের মৃত-নিবারুণ চন্দ্র সাহার ছেলে প্রদীপ চন্দ্র সাহা ঝড়– (৩৮) এর সাথে একই গ্রামের মৃত-ঈমান আলী শেখের ছেলে আব্দুল লতিফ শেখের জমি নিয়ে দ্বন্দ চলে আসছে। এর জের ধরে ঝড়– মিয়ার রোপনকৃত ইরিধান আজ (শনিবার) সকাল ৮ ঘটিকার সময় আব্দুল লতিফ ভাড়াটিয়া ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে ওই জমির ধান কাটতে থাকে। এতে ঝড়– ও তার স্ত্রী সোহাগী রানী, কাকাতো ভাই পলাশ চন্দ্র সাহা ওই ধানের জমিতে যেয়ে মৌখিক ভাবে ধান কাটতে নিষেধ করলে আব্দুল লতিফ সহ তার সন্ত্রাসী ভাড়াটিয়া লোকজন হামলা করে এলোপাথারী ভাবে মারপিট করে এবং সন্ত্রাসীরা তাদের বাড়ী ঘরে হামলা করে দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে ১ টি স্বর্ণের চেইন সহ ২ ভরি স্বর্ণ যার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, আলমারীর ড্রয়ার ভেঙ্গে ৫০ হাজার টাকা, এবং কাকাতো ভাই পলাশের বিকাশ ব্যবসার রক্ষিত ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রদীপ চন্দ্রসাহা বাদী হয়ে আব্দুল লতিফ সহ ৬ জন ও অজ্ঞাত ২০/২৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি ইজাহার দায়ের করেছে।