ধমর্পাশায় বন্ধুর ধারালো দায়ের কোপে অপরবন্ধুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি রবিবার দুপুর ০৩:২৬, ৩ মে, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামে রবিউল মিয়া (৩২) নামের এক দিন মজুরের ধারালো দায়ের কোপের আঘাতে মিলন মিয়া (৩০) নামের এক দিনমজুর খুন হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রামের বাসিন্দা রবিউল মিয়া (৩২)ও পাশ্ববর্তী রাজাপুর নয়াহাটি গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩০)দুজনই পেশায় দিনমজুর। তাঁদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনেই বিবাহিত।
গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে ওই দুজন পাশাপাশি বসে দীর্ঘসময় আড্ডা দিয়ে নিজ নিজ বাড়ি যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। রবিউল নিজ বাড়িতে এসে টয়লেটে যান। সেখান থেকে এসে তিনি মিলন মিয়াকে নিজ বসত ঘরে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড রাগান্বিত হন। প্রথমে মিলনকে কিলঘুষি মারেন রবিউল। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে অনুমান রাত সাড়ে ১১টার দিকে রবিউল নিজ বসতঘরে থাকা ধারালো দা দিয়ে মিলনের তলপেটে সজোরে কোপ মারেন। এতে মিলনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মিলন মারা যান।
খবর পেয়ে রাত দেড়টার দিকে ধর্মপাশা সার্কেলের এএসপি সুজন সরকারের নেতৃত্বে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ একদল থানা পুলিশ সেখানে গিয়ে ওই লাশ উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য লাশ সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। ধমপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন ,লাশ ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রহস্য রয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িত রবিউল মিয়া পলাতক রয়েছেন।তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।