কুড়িগ্রামের উলিপুরে ত্রাণের ৮৭ কেজি চাউলসহ ব্যবসায়ী আটক
মোঃ কামরুজ্জামান
মঙ্গলবার সন্ধ্যা ০৬:৫৬, ১৪ এপ্রিল, ২০২০
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন থেকে ত্রাণের ৮৭ কেজি ত্রাণের চাউলসহ মঈফুল ইসলাম নামে একজন ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানার পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিম মাথা থেতরাই বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নের পশ্চিম মাথা থেতরাই বাজার থেকে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ত্রাণের চাউল সহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে থেতরাই ইউনিয়ন পরিষদের চাউল বিতরণের তালিকা যাচাই করা হয়েছে। তবে ওই তালিকায় কোনও অসঙ্গতি পাওয়া যায়নি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী স্বীকার করেন জব্দ করা চাউল অন্যের কাছ থেকে সংগ্রহ করেছেন। আটককৃত ব্যবসায়ী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।