উলিপুরে সরকারি নির্দেশ উপেক্ষা করে স্ত্রী’র কুলখানি অনুষ্ঠান জরিমানা ৫ হাজার
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:২৮, ৫ এপ্রিল, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: সারা দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার সব ধরনের অনুষ্ঠান বা জনসমাগম না করার নির্দেশনা দিলেও স্ত্রীর কুলখানী অনুষ্ঠান করায় ৫ হাজার টাকা জরিমানা গুণতে হলো স্বামীকে।
জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবল কৃষ্ণ গ্রামের নজির হোসেনের স্ত্রী হালিমা বেগম(৫০)গত বুধবার(১ এপ্রিল) মৃত্যুবরণ করেন। ওই উপলক্ষ্যে রবিবার দুপুরে কুলখানির আয়োজন করে ২শ মানুষকে দাওয়াত করা হয়।
রবিবার(৫ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নজির হোসেনকে স্ত্রীর কুলখানি অনুষ্ঠান আয়োজন করার অপরাধে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।