শাহবাজপুর বাজারে অসাধু ব্যাবসায়িদের কে সতর্কমূলক মাইকিং
মোঃ কামরুজ্জামান সোমবার রাত ১০:১৭, ২৩ মার্চ, ২০২০
মোঃইবাদুর রহমান জাকিরঃ নভেল করোনাভাইরাস সংক্রমণের আতংকে বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে অসাধু ব্যাবসায়িরা।সাধারণ ক্রেতারা তাদের নিত্য-পণ্য কিনতে খুচরা দোকান গুলোতে ভীড় জমাচ্ছে ক্রেতারা। করোনা আতংকের সুযোগে এক শ্রেণীর অসাধু দুষ্টচক্র ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে চাল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর তদন্তকেন্দ্রর উদ্যোগে শাহবাজপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাইকিং করেছে শাহবাজপুর তদন্তকেন্দ্র।আজ শনিবার (২১ মার্চ)দুপুরে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে শাহবাজপুর বাজারে হ্যান্ড মাইক ব্যাবহার করে মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করা হয়। মাইকিং এ বলা হয় উচ্চ মূল্য দ্রব্য সামগ্রী বিক্রি না করার জন্য এবং প্রয়োজনের অধিক পণ্য না কিনার জন্য । দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অহেতুক কেউ গুজব রটাবেন না। গুজব ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চালালে কিংবা কেউ দাম বেশী রাখলে কিংবা কোন লোক পণ্য গুদামজাত করে রাখলে দেশের প্রচলিত বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় পুলিশ সদস্যদের পাশাপাশি শাহবাজপুর এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।